বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭

নোবিপ্রবির সঙ্গে ক্যাপসের সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি : বাসস

নোয়াখালী, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক পলিউশন স্টাডিজের (ক্যাপস) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

বায়ুদূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ ও একাডেমিক গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে আজ রোববার উপাচার্যের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে নোবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ও ক্যাপসের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার স্বাক্ষর করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, ক্যাপসের লিড রিসার্চার মারজিয়াত রহমান ও কমিউনিকেশন অ্যাডভাইজার আব্দুল্লাহ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এই চুক্তির আওতায় নোবিপ্রবিতে একটি ‘ক্লিন এয়ার ক্লাব’ গঠন এবং ক্যাপসের কারিগরি সহায়তায় ক্যাম্পাসে এক বছরের জন্য একটি বায়ুর মান পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করা হবে। পাঁচ বছর মেয়াদী এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্প, থিসিস সুপারভিশন এবং পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।