বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭

চাঁদপুরে সাংবাদিক রুহুল আমিন গাজী ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

আজ চাঁদপুরে সাংবাদিক রুহুল আমিন গাজী ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। ছবি : বাসস

চাঁদপুর, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মরহুম রুহুল আমিন গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুরে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

আজ রোববার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দুস্থ অসহায় লোকদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা বলেন, সাংবাদিক রহুল আমিন গাজী সারাদেশে পরিচিত ছিলেন। তিনি চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন। তিনি সাংবাদিকদের জন্য অনুকরণীয় এবং শ্রদ্ধাশীল ব্যক্তি ছিলেন। তার পরিবারের লোকজনও চাঁদপুরকে ভুলে যায়নি। যার প্রমাণ-অসহায় মানুষের জন্য উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে আসা।

অনুষ্ঠানে মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্ত্রী লুৎফুন নাহার এবং একমাত্র ছেলে আফফান আবরার আমিন বক্তব্য দেন।

আফফান তার বক্তব্যে বলেন, তার বাবা সব সময়ই চাঁদপুরবাসীকে নিয়ে ভাবতেন। মৃত্যুর আগ পর্যন্ত চাঁদপুরের লোকজনের সাথে যোগাযোগ ও সম্পর্ক রেখেছেন। আমিও বাবার ধারাবাহিকতায় সে সম্পর্ক সুদৃঢ় রাখার চেষ্টা করছি। বাবার জন্য আপনাদের দোয়া করবেন।