শিরোনাম

চট্টগ্রাম, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর সিআরবিতে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে নগরের অন্যতম উন্মুক্ত বিনোদনকেন্দ্র সিআরবিতে এই মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।
এবার বিজয় মেলায় ৩২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার নিয়ে স্টলগুলো বসেছে। মেলায় দর্শনার্থীরা ভিড় করছেন। ১৬ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।
অনুষ্ঠানে অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন শেষে তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।
বিজয় মাসের আবহে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এ মেলায় মোট ৩২টি স্টলে নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্প প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ বিজয় মেলা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং দেশীয় পণ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে। মেলাটি প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।