বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯

পঞ্চগড়ে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ছবি : বাসস

পঞ্চগড়, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ৬০ জন অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্ত ব্যক্তির মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ রোববার বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আয়োজনে সদর উপজেলার দ্বারিকামারী ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার আদনান মোর্শেদ আল হক।

এ সময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্য এবং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, প্রতিবছরের ন্যায় এসব শীতবস্ত্র দেয়া হচ্ছে। যেহেতু পঞ্চগড় একটি শীতপ্রবণ জেলা। আপনাদের যেন একটু কষ্ট লাঘব হয় সেজন্য আমাদের এই ছোট্ট উপহার। পর্যায়ক্রমে শীতার্তদের কষ্ট লাঘবে আরো শীতবস্ত্র বিতরণের চেষ্টা করা হবে।