বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬

বরিশালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

ছবি : বাসস

বরিশাল, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বরিশালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু, সফল ও গ্রহণযোগ্য এবং জনগণের আস্থা অর্জনে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বদা সক্রিয় থাকতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে আনসার ব্যাটেলিয়ন ও গ্রাম পুলিশ মোতায়েন করে রাতে টহল নিয়মিত রাখতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে পোস্টার-ব্যানারগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। যারা এখনো পোস্টার-ব্যানার ও বিলবোর্ড নামায়নি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এআই প্রযুক্তি বা ডিপফেক ব্যবহার করে গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইসিটি মামলায় সাজা প্রদান করা হবে।

জেলা ম্যাজিস্ট্রেট বলেন, প্রত্যেকটা ভোটকেন্দ্রে আগুন নির্বাপক যন্ত্র রাখতে হবে যেন কোনো অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এছাড়া সব ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতাধীন রাখতে হবে।

এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার।