বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১২

নীলফামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

ছবি : বাসস

নীলফামারী, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে নীলফামারী সরকারি কলেজ চত্বরে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী জেলা প্রশাসন ও নীলফামারী সরকারি কলেজ যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করে।

রোববার সকাল ৯টার দিকে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

এরপর পর্যায়ক্রমে জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সরকারি কলেজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল পুষ্পমাল্য অর্পণ করে।

পরে, সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

এসময় জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফিরোজুল আলম, নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।