বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬

নীলফামারীতে টিটিসির সেবা সপ্তাহ শুরু

ছবি : বাসস

নীলফামারী, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে সেবা সপ্তাহ শুরু হয়েছে।

আজ রোববার সকালে টিটিসি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, টিটিসির অধ্যক্ষ মাসুদ রানা, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।

টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাসুদ রানা জানান, ১৪ ডিসেম্বর শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ১৭ ডিসেম্বর সেবা সপ্তাহের অংশ হিসেবে টিটিসি প্রাঙ্গণে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হবে। বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নিবে মেলায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেওয়া দুই প্রশিক্ষণার্থীকে ১৩ হাজার ৫০০ করে ২৭ হাজার টাকার উপবৃত্তির চেক প্রদান করেন প্রধান অতিথি।