শিরোনাম

নীলফামারী, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কিশোরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোরছালিন হোসেন (৪৫) নামে এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিমারী ইউনিয়নের খেতুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মোরছালিন হোসেন পুটিমারী ইউনিয়নের মধ্যকালিকাপুর বালাপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোরছালিন তার রিকশাভ্যান নিয়ে জলঢাকা উপজেলার টেংগনমারী বাজার থেকে কিশোরগঞ্জ উপজেলা সদরের খেতুর বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মোরছালিন পাকা সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে নিহতের স্বজনরা এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ‘ঘটনা শুনেছি, নিহতের পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি’।