শিরোনাম

চাঁদপুর, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ প্রতারণার মাধ্যমে খোলা পণ্য প্যাকেটজাত করে বিক্রি, পচা-বাসি খাবার সংরক্ষণ প্রভৃতি অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার দুপুরে চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে তদারকি অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় অভিযানকালে বাজার থেকে বস্তায় খোলা পণ্য ক্রয় করে অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে জিরা, কিসমিচ ও মসলা জাতীয় পণ্য বিক্রয়ের অপরাধে মেসার্স সততা ভান্ডার-এর মালিককে ৫০ হাজার টাকা,রেফ্রিজারেটরে পচা-বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে মাস্টার এন্ড রেস্টুরেন্ট এর মালিককে দুইহাজার টাকা এবং পেঁয়াজ বিক্রির সময় পাকা ভাউচার প্রদান না করার দায়ে রফিক এন্ড সন্স-এর মালিককে তিনহাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নাম-ঠিকানা যুক্ত প্যাকেট ধ্বংস করা হয়। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানকালে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।