বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:২৭

রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মধ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে এতিম ও অসহায় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে আজ রোববার সকালে শহরের বনরুপা এলাকার উত্তর ফরেস্ট কলোনি তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এ সহায়তা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।

মাদ্রাসার পরিচালক মাওলানা রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক রমজান উদ্দিন, মাওলানা ইমাম উদ্দিন, মো. আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।