বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০১

নওগাঁয় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছবি : বাসস

নওগাঁ, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় মহাদেবপুর উপজেলায় আজ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার দুপুরে মহাদেবপুর ডাকবাংলো মাঠে উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠি এ দোয়া মাহফিলের আয়োজন করে।

এ কর্মসূচীতে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপি মোননীত প্রার্থী ফজলে হুদা বাবুল।

 এ কর্মসূচীতে ধানের শীষ সমর্থক গোষ্ঠির আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

এ সময় জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, ধানের শীষ সমর্থক গোষ্ঠির সেকেন্দার আলী ও মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে, দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রায় ১৫ হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।