বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৩

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ মিনারে সিরাজগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা

ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শহীদ বুদ্ধিজীবী দিবস ও জেলা মুক্ত দিবস উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের ই বি রোডস্থ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ রোববার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম খান, কার্যনির্বাহী সদস্য সোহাগ হাসান জয়সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান ও জাতির বিবেক। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেই মহান চেতনাকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করি।

অনুষ্ঠানটি শান্ত ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও নীরবতা পালন করা হয়।