বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭

চট্টগ্রামের সীতকুণ্ডে পানের ট্রাক উল্টে দুই পান ব্যবসায়ী নিহত

চট্টগ্রাম( উত্তর), ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার  সীতাকুণ্ডে পানের ট্রাক উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। হতাহত সকলে পান ব্যবসায়ী বলে জানা যায়।

গতকার শনিবার রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীরা হলেন, পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার রমনি মোহন চৌধুরীর ছেলে কমল চৌধুরী (৫৩) ও চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে সমীর চৌধুরী (৫৪)।

গুরুতর আহত হয়েছেন একই এলাকার তপন চৌধুরী (৪৫), উজ্জ্বল চৌধুরী (৫১), ভোলা চৌধুরী (৫৫) ও বাদল (৪৫)।

ঘটনার সূত্রে জানা যায়, জেলার পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার কয়েকজন পানচাষী ট্রাকে করে পান নিয়ে মিরসরাই মিঠাছড়া বাজারে যাচ্ছিলেন। গতকাল রাতে পান বোঝাই  ট্রাকটি সীতাকুণ্ড মাইলের মাথা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় পান ব্যবসায়ী কমল ও সমীর ঘটনাস্থলেই মারা যান।

সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকটি পান নিয়ে পটিয়া হাইদগাঁও থেকে মিরসরাই মিঠাছড়া বাজারে যাওয়ার পথে বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক  পালিয়ে যায়।