বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:০১

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

ছবি : বাসস

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আজ রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁর পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছি। শ্রদ্ধা জানিয়েছি।

বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, আগামীতে তারেক রহমানের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, তা প্রতিষ্ঠিত হবে। সব চক্রান্ত উপেক্ষা করে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান ও মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।