শিরোনাম

মেহেরপুর, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস):জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, জেলা পুলিশের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে আহ্বায়ক আলহাজ্ব শামসুল আলম সোনা, জেলা পরিষদের পক্ষে প্রশাসক সামিউল ইসলাম এবং সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কমকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।