বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

কুড়িগ্রামে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

কুড়িগ্রাম, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুড়িগ্রাম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম রাফসান আহমেদ।

এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত এ খুদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে এবং কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট-২’ মাঠে সক্রিয় রয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম জোরদার থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা প্রশাসনের একটি বড় দায়িত্ব। এ কাজে শুধু প্রশাসন নয়, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যান্য বক্তারাও বলেন, একটি শান্তিপূর্ণ নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সমন্বিতভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।