শিরোনাম

রাজবাড়ী, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নে করণীয় বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভার মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
সভায় জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রহমত আলী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, রাজবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামাল, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি শাহরিয়ার রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া রাজবাড়ী সেনাবাহিনীর মেজর মোস্তফা সাঈদ, বিজিবির প্রতিনিধি ওমর আলী জেলা আনসারের উপপরিচালক মো. জুয়েল রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তার আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনস্বার্থে নিয়মিত তদারকি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় মতামত প্রদান করেন।