শিরোনাম

সুনামগঞ্জ, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় হাওরে ফসলরক্ষা বাঁধ মেরামত ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২০২৫-২০২৬ অর্থ বছরে কাবিটা নীতিমালার আওতায় হাওরের ডুবন্ত বাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়নকল্পে স্কিম অনুমোদন সংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী-২ ইমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, পৌর প্রশাসক মতিউর রহমান খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ফসলরক্ষা জেলা মনিটরিং কমিটির সদস্য আবু নাসার, অ্যাড মহসিন রেজা মানিক, কানিজ সুলতানা, সালেহীন চৌধুরী শুভ প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জের ৯৫ টি হাওরের মধ্যে ৫৩ টি হাওরে ৫১০ টি বাঁধে কাজ হবে বলে জানান কর্মকর্তাবৃন্দ। এই সময় উপজেলা ভিত্তিক ফসলরক্ষা বাধ মনিটরিং কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলয়াস মিয়া বলেন, স্থায়ী ক্লোজারের কাজ সঠিকভাবে করা ও বাস্তব অবস্থার প্রতিবেদন জানানোর আহবান জানান। এছাড়াও কেউ সঠিকভাবে কাজ না করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।