বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৫
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর নিবন্ধন

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৪১৭ জন প্রবাসী বাংলাদেশী ভোটার নিবন্ধন করেছেন।

একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদেরও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়েছে।

দুপুর সোয়া ১টা পর্যন্ত দেশে অবস্থানরত এই ক্যাটাগরির ১২ হাজার ২৩২ বাংলাদেশী ভোটার নিবন্ধন করেছেন।

আজ রোববার দুপুর সোয়া ১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৭৩ হাজার ৪১৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ৪৮ হাজার ৩৩৫ জন পুরুষ ভোটার ও ২৫ হাজার ৮২ জন নারী ভোটার রয়েছেন।

নিবন্ধনের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে— সৌদি আরবে সর্বোচ্চ ১ লাখ ২ হাজার ২৪০ জন। এছাড়া, কাতারে ৩৪ হাজার ৫৩ জন, মালয়েশিয়ায় ২৪ হাজার ৪৯২ জন, সংযুক্ত আরব আমিরাতে ২২ হাজার ২৬৩ জন, যুক্তরাষ্ট্রে ২১ হাজার ৬১৯ জন, ওমানে ১৯ হাজার ৫৯৯ জন, সিঙ্গাপুরে ১৬ হাজার ৩২৯ জন, যুক্তরাজ্যে ১৪ হাজার ৫৬১ জন, কুয়েতে ১১ হাজার ২৭৩ জন, ইতালিতে ১১ হাজার ১৬৪ জন, কানাডায় ১০ হাজার ১৩৮ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭১১ জন, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৪২০ জন ও জাপানে ৭ হাজার ১৫৮ জন।

প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসসকে জানান, ‘নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের নিবন্ধন শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশী ভোটারদের নিবন্ধন এখন যেভাবে চলছে, আমরা আশাবাদী পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সংখ্যা ৫ থেকে ৬ লাখ হতে পারে।’

তিনি বলেন, বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার জন্য সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে।

সরকারি চাকরিজীবীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করতে পারবেন।

এ বিষয়ে ইসি এক বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ এ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এ ব্যাপারে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটাররা এই অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য নিবন্ধনের তারিখ ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা নিবন্ধন করতে চান, ইসি’র মাধ্যমে তাদের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ইসি সচিব আরও জানান, পোস্টাল ব্যালটে নিবন্ধনের প্রাথমিক লক্ষ্য ছিল ১০ লাখ ভোটার।

তিনি জানান, নির্বাচনের কার্যক্রমের সঙ্গে যারা সরাসরি যুক্ত হবেন। পাঁচ দিন অথবা সাত দিনের জন্য যাদের ডেভলপমেন্ট হবে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনীর তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে।

পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

এ প্রসঙ্গে ইসি’র এক বার্তায় বলা হয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদান করুন।

এতে আরও বলা হয়, প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা প্রদান করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের কাছে প্রেরণ করা সম্ভব হবে না।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান করা অপরিহার্য।