বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৩০

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বরগুনা, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার কুদরত-ই-খুদা, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা জেলা সংসদের আহ্বায়ক ইউসুফ আলী মৃধা, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এজেডএম সালেহ ফারুক, জামায়াতের আমির মহিবুল্লাহ হারুন, বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন তারেক বিন আনসারী সুমন।