বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:০৯

বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বুদ্ধিজীবী দিবস

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশালের প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক,রাজনীতিবিদসহ সর্বস্তরের জনগণ। ছবি : বাসস

বরিশাল, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। 

দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল ১০টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বরিশালের প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। এ সময় সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে আসেন।

শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মাহফুজুল রহমান, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শদ আলম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলাম, মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা। 

এছাড়া শ্রদ্ধা জানায় বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজসহ অনান্য কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তারা বলেন, বাঙালি জাতির দীর্ঘ মুক্তিসংগ্রামে যে বুদ্ধিজীবীরা নিজেদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন আগামীতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এই দিবসটি যাতে আগামী প্রজন্ম পালন করে এমন প্রত্যাশার কথাও জানান আগতরা।

এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। দিবসটি উপলক্ষে আজ রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও শ্রদ্ধা জানান।

বেলা ১২ টায় শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

শ্রদ্ধা নিবেদন শেষে সরোয়ার বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশকে মেধাশুন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।