শিরোনাম

রাঙ্গামাটি, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষক মোস্তফা কামালের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আজ রোববার সকালে শহরের রিজার্ভ বাজারস্থ রাঙ্গামাটি শিশু নিকেতন প্রাঙ্গণে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মোস্তফা কামাল স্মরণসভা পরিষদের সদস্য মো. মোস্তফা কামাল উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য শংকর হোড়ের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো।
এ সময় জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামশুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক মোস্তফা কামাল ছিলেন একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। শুধু সাংবাদিকতার ক্ষেত্রেই নয়, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তার দক্ষ পদচারণা। তিনি তার মেধা ও শ্রমের মাধ্যমে নিজেকে এবং রাঙ্গামাটিকে তুলে ধরেছেন এক অনন্য উচ্চতায়।
স্মরণসভা শেষে মরহুম মোস্তফা কামালের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা।