শিরোনাম

রাজশাহী, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে আজ সকাল ১০টায় পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।
এছাড়া শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সোনাদিঘি জামে মসজিদ, নগর ভবন মসজিদসহ মহানগরীর সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয় মোনাজাত ও প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, জনসংযোগ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিনসহ রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ওয়ার্ডের সচিবগণ।