বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯

নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে নাটোর জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।  ছবি: বাসস

নাটোর, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।

তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আত্নোপলব্ধির এই দিনে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী ও বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ হোসেন প্রমুখ।