শিরোনাম

চুয়াডাঙ্গা, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযোগ্য মর্যাদায় জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বীর প্রতীক সাইদুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি মাহফুজ হোসেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন কারী মোহাম্মদ কবির হোসেন।