শিরোনাম

বাগেরহাট, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও পথসভা করেছে বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কচুয়া উপজেলা বিএনপি ও সব অঙ্গসংগঠনের আয়োজনে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিকদার মশিউর রহমান মুক্তার সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মো. হুমায়ুন কবির এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ডাকুয়া অলিউর রসুল।
বক্তারা বলেন, দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন দমন করতেই পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটানো হচ্ছে। তারা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কৃষক দলের আহ্বায়ক আল মামুন মুক্তিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।