শিরোনাম

ফেনী, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পূবালী জেলে পাড়ার সুমন দাসের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব লিভারের জটিল রোগে আক্রান্ত সুমনকে সহায়তার টাকা পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজি, সহ-সভাপতি গোলাম ফারুক সিন্টু, সাধারণ সম্পাদক একরাম হক একরাম, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন দুলাল মেম্বার, সিনিয়র যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছাইদুল করিম ভূইয়া প্রমুখ।
বিএনপি নেতা বিপ্লব তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য তার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।