বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ২০:৪১

ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

ছবি : বাসস

ফরিদপুর, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া  মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আজ শনিবার বিকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের মুক্তমঞ্চে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এবিএম সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌধুরী কামাল ইউসুফের  কন্যা ও ফরিদপুর-৩ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়ার ইউসুফ, ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন প্রমুখ। 

অনুষ্ঠানের পরবর্তী পর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং চৌধুরী কামাল ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন  ফরিদপুর দরগা জামে মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ।

এর আগে, চৌধুরী কামাল ইউসুফ স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।