শিরোনাম

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানীর শাহবাগে ‘প্রতীকী বধ্যভূমি ১৯৭১’ শীর্ষক এক ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কালো কাপড়ে হাত-মুখ বাঁধা, শরীরে ক্ষত ও রক্তের চিহ্ন নিয়ে একদল নাট্যকর্মীর অংশগ্রহণে প্রদর্শনীটির আয়োজন করেছে ‘বাংলাপরিসর’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানের শুরুতেই দেখা যায় প্রতীকী এক বধ্যভূমিতে সারিসারি লাশের স্তূপ। সাথে আবহ সংগীত ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাপরিসরের সম্পাদক দীপান্ত রায়হান।
‘রাজাকার আল বদর কিছুই রবে না রে’ গানের মাধ্যমে প্রদর্শনী শেষ হয়।
ব্যতিক্রমধর্মী এ প্রদর্শনীটি যেন একাত্তরের পাক বাহিনী ও তাদের দোসরদের বর্বরতার কথাই মনে করিয়ে দেয়।