বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৮
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৩

কুমিল্লায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাহ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোব- মিছিল করেছে বিএনপি।

আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার আলেখারচর এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ কর্মসূচীতে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষক দলের আহ্বায়ক কে. এম. শাহীনুর হোসাইন ও সদস্য সচিব মো. ইকরাম হোসেন তাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব ও যুগ্ম-আহ্বায়ক সালমান সাইদ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম টুটুল, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান প্রমুখ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের গুলির করে হত্যা চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।