বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৩১
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬

ঢাবি ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক তৎপরতা

ছবি : বাসস

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 

আজ শনিবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে ক্যাম্পাসে দিনভর মানবিক ও সহায়তামূলক নানা কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের তথ্য প্রদান, জরুরি প্রাথমিক চিকিৎসা এবং যোগাযোগের পথনির্দেশনা দিতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৭টি সহায়তা কেন্দ্র এবং ১টি বিশেষ মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেন। 

এসব কেন্দ্র থেকে ছাত্রদল স্বেচ্ছাসেবীরা ভর্তিচ্ছুদের আসন বিন্যাস খুঁজে দেওয়া, কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করা এবং তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পানি ও স্যালাইনের ব্যবস্থা করেন। এছাড়া মেডিক্যাল ক্যাম্প থেকে অসুস্থ পরীক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়। 

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায় মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১ জন অংশগ্রহণ করেন। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।