বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২০

নেত্রকোণায় কবি হেলাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত 

হেলাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকী আজ নেত্রকোণায় পালিত হয়। ছবি: বাসস

নেত্রকোণা, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস): দ্রোহের কবি হেলাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জেলায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুর বারোটায় জেলা শহরে কবির নিজ বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের হেলাল হাফিজ চত্বরে ‘স্মরণ কথন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন হিমু পাঠক আড্ডা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানের শুরুতে কবির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আবৃত্তি শিল্পী ও শিশুরা কবির আলোচিত বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। 

হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগমের সঞ্চালনায় কবিকে স্মরণ করে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির  কালচারাল অফিসার আতিকুর রহমান, কবির বাল্য বন্ধু বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সংস্কৃতি কর্মী সৈয়দা নাজনীন সুলতানা, সুইটি প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

স্মরণ কথন শেষে কবি ও সদ্যপ্রয়াত কবির ছোট ভাই নেহাল হাফিজের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পড়েন মওলানা গাজী আব্দুর রহিম রুহী। 

কবি হেলাল হাফিজ ১৯৪৮ সনের ৭ অক্টোবর তৎকালীন নেত্রকোণা মহুকুমা, বর্তমানে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।