শিরোনাম

বরগুনা, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব কম্বল তুলে দেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মৃধা, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এ. জেড. এম. সালেহ ফারুক, আবদুল বাসেদ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।