বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:০৬

খাগড়াছড়িতে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ

শনিবার খাগড়াছড়িতে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। ছবি : বাসস

খাগড়াছড়ি, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ চট্টগ্রাম- ৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাহ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়িতে জেলা বিএনপি।

আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মুক্তমঞ্চে গিয়ে প্রতিবাদ সমাবেশে করে।

জাতীয় সংসদের ২৯৮নং খাগড়াছড়ি আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ প্রমুখ।

সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের গুলির করে হত্যা চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।