বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:০১

নীলফামারীতে ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরী চলছে 

নীলফামারীতে স্কাউটস-এর জেলা শাখার আয়োজনে পাঁচদিন ব্যাপী অষ্টম কাব ক্যাম্পুরী চলছে। ছবি: বাসস

নীলফামারী, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় বাংলাদেশ স্কাউটস-এর জেলা শাখার আয়োজনে পাঁচদিন ব্যাপী অষ্টম কাব ক্যাম্পুরী চলছে। শুক্রবার থেকে শুরু হওয়া এ কাব ক্যাম্পুরী আগামী ১৫ ডিসেম্বর শেষ হবে। 

শুক্রবার বিকেলে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

জেলা স্কাউটস- এর সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, পাঁচদিন ব্যাপী এই অষ্টম কাব ক্যাম্পুরীতে জেলার ছয়টি উপজেলার ৭২টি ইউনিটের ৫০৪ জন সদস্য কাব শিশু অংশ নিচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর এ ক্যাম্প শেষ হবে।

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, এই ক্যাম্প থেকে অংশগ্রহণকারীরা স্কাউটিং-এর উপর দক্ষতা ও কৌশল অর্জন করবে। পরবর্তীতে জেলা পর্যায়ের অংশগ্রহণকারীরা আঞ্চলিক পর্যায়ের ক্যাম্পুরীতে অংশ নিবে।