বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১৫

নীলফামারীতে হানাদার মুক্ত দিবস পালিত

আজ নীলফামারীতে হানাদার মুক্ত দিবস পালিত। ছবি : বাসস

নীলফামারী, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) :  নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলায় হানাদার মুক্তি দিবস পালিত
হয়েছে। 

এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজিত কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের  আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুল হক জবার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রমুখ। 

কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নীলফামারী সদর উপজেলা হানাদার মুক্ত হয়। বীর যোদ্ধাদের প্রবল আক্রমণে সেদিন রাতে হানাদার বাহিনী জেলা শহর ছেড়ে আশ্রয় নেয় সৈয়দপুর সেনানিবাসে। এরপর ভোরে চৌরঙ্গী মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা। এসময়   তাদের শ্লোগানে বিজয়ের উল্লাসে রাস্তায় বেরিয়ে আসে মুক্তিকামী মানুষ।