বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫

হাদির ওপর গুলিবর্ষণের  প্রতিবাদে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ

শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা বিএনপি। ছবি: বাসস

নীলফামারী, ১৩ ডিসেম্বার, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। 

আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা বিএনপির সদস্য কাজী আকতারুজ্জামান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, জেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব মো. শিহাবুজ্জামান চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি মো. নূর আলম, সাধারণ সম্পাদক মো. জামিয়ার রহমান, সদর উপজেলা যুবদলের সভাপতি মো. শামীম শাহ্ তমু, জেলা তাঁতী দলের সভাপতি মো. শাহাজাদা মুক্তি প্রমুখ।

বক্তারা ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।