বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৪১

নাটোরে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে ১১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নাটোর, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে প্রতিপালনে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেকে  নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে নিয়োগপ্রাপ্ত নির্বাহি ম্যাজিস্ট্রেটরা  হচ্ছেন,নাটোর-১ আসনের লালপুর উপজেলার জন্যে লালপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার শ্রী সোহাগ বাবু এবং বাগাতিপাড়া উপজেলায় বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া।

নাটোর-২ আসনে নাটোর সদর উপজেলায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবিদা সিফাত ও নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ এবং নলডাঙ্গা উপজেলায় নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান।

নাটোর-৩ আসনের সিংড়া উপজেলায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শানজিদা মুস্তারী এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রাশেদুজ্জামান।

নাটোর-৪ আসনে গুরুদাসপুর উপজেলায় গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম এবং বড়াইগ্রাম উপজেলায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহেরা হালিম হাজারীকা এবং বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর।

নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ নির্বাচন পরবর্ত্তী দুই দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্বে থাকাকালীন সময়ে তারা প্রতিদিন জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন জানান, নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করবেন। ইতোমধ্যে তারা তাদের কার্যক্রম শুরু করেছেন।