বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:১৭

ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি ও জামায়াত। ছবি: কোলাজ বাসস

নাটোর, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে জেলা বিএনপি। 

সমাবেশে নাটোর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ওসমান হাদি’র ওপর হামলাকারী ছাত্রলীগের সভাপতি। সে আদাবর থানা ছাত্রলীগের সভাপতি। এ ঘটনার সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগ জড়িত। শেখ হাসিনার নির্দেশে সে হত্যাকাণ্ডের চেষ্টা করেছে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। সকল ভেদাভেদ ভূলে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। 

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ বিএনপির নেতৃবৃন্দ।

পরে সমাবেশ শেষে বের হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

এদিকে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে শুক্রবার রাত আটটার দিকে শহরে মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী। প্রেসক্লাব এলাকা থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। 

শহর জামায়াতের আমীর অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ।

সমাবেশে বক্তারা বলেন, তফশিল হওয়ার সাথে সাথে একটি কুচক্র মহলের মাথা খারাপ হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে সুষ্ঠু ভোট হলে তারা ক্ষমতায় যেতে পারবেনা। হাদি চাঁদাবাজদের বিরুদ্ধে সাহসী কন্ঠস্বর। হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে  দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে।