বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ০০:২৭
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০০:৪৯

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গন দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

ছবি : বাসস

বাগেরহাট, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাটে জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গন দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকালে খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম। 

গণ দোয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। তাঁর শারীরিক ও মানসিক শক্তি কামনা করে দোয়া করা হয় যাতে তিনি রোগমুক্ত হয়ে সুস্থতার পথে ফিরে আসেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির  যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. লায়ন ফরিদুল ইসলাম, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ শমশের আলী মোহন, জেলাবিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন,খান মনিরুল ইসলাম,ইঞ্জিনিয়ার মাসুদ রানা পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, রেডক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা ছাত্রদলেরসাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়কজাহিদুল ইসলাম শান্ত, মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার।