বাসস
  ১২ ডিসেম্বর ২০২৫, ২০:১৫

সাতক্ষীরায় সুন্দরবনে অবৈধ শিকারের সরঞ্জাম জব্দ, আটক ৩ 

আজ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে নিষিদ্ধ ঘোষিত গভীর অভয়ারন্য এলাকায় কাঁকড়া ও মাছ শিকারের অভিযাগে ৭ টি নৌকাসহ তিন ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। ছবি: বাসস

সাতক্ষীরা, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে নিষিদ্ধ ঘোষিত গভীর অভয়ারন্য এলাকায় কাঁকড়া ও মাছ শিকারের অভিযাগে ৭ টি নৌকাসহ তিন ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।

আজ শুক্রবার সকালে সুন্দরবনের নটাবেকি ও পুষ্পকাটি এলাকায় পৃথক দু’টি অভিযানকালে কাঁকড়া ও মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম সহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার প¦ার্শেখালী গ্রামের মোঃ আব্দুল মাজেদ ঢালীর পুত্র মোঃ জাহিদুল ইসলাম ঢালী (৩৫), একই উপজেলার খলিশাবুনিয়া গাইনবাড়ি এলাকার মো. শামছুর গাইনের পুত্র মো. মোশারফ গাইন (৫৬) ও মীরগাং গ্রামের মো. রজব আলী গাজীর পুত্র মো. লিটন গাজী (৩২)।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ ঘোষিত গভীর অভয়ারন্য নটাবেকি এলাকায় একদল জেলে কাঁকড়া শিকার করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বনবিভাগের ‘স্মার্ট টহল টিম’-এর সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে দু’টি কাঁকড়ার নৌকা ও কাঁকড়া শিকারের বিভিন্ন সরঞ্জামসহ তিন ব্যক্তিকে আটক করা হয়।

এদিকে, একই টহল টিমের সদস্যরা পরে সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের পাকড়াতলীর খাল এলাকায় অভিযান চালায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ শিকাররত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায়। পরে আভিযানিক টিমটি সেখান থেকে পালিয়ে যাওয়া জেলেদের ব্যবহৃত ৫ টি নৌকাসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। 

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বনআইনে মামলা দায়ের করে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।