বাসস
  ১২ ডিসেম্বর ২০২৫, ২০:০১

কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আজ বিকেলে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত ও মাহফিল অনুষ্ঠিত হয়।ছবি : বাসস

কুমিল্লা, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে বিএনপির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করায় দেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে গেছে। দেশের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আসুন আমরা সবাই বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দু’হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, জেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।