শিরোনাম

সুনামগঞ্জ, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস): সুনামগঞ্জে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির আয়োজনে আজ দুপুর ২. ৩০ মিনিটে সুনামগঞ্জ পৌর শহরে অবস্থিত শহীদ জগৎজ্যোতি লাইব্রেরী মিলনায়তনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বক্তারা বলেন, দেশকে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে পারলে কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সুজনের জেলা কমিটির সভাপতি নুরুল হক আফিন্দির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের পরিচালনায় আলোচনায় অংশ নেন, সুজনের উপদেষ্টা অধ্যক্ষ (অব.) সৈয়দ মুহিবুল ইসলাম, সিভিল সার্জন (অব.) ডা. মনোযার আলী, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, বীর মুক্তিযোদ্বা আবু সুফিয়ান, লেখক সুখেন্দু সেন, হাওর বাচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসের, জেলা সুজনের সহসভাপতি আলী হায়দার, শাহীনা চৌধুরী রুবি, শহীদ জগৎজ্যোতি লাইব্রেরির সাধারণ সম্পাদক খলিল রহমান, জাসদের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, মাওলানা মুবাশ্বির আলী প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।