শিরোনাম

নরসিংদী, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আজ ১২ ডিসেম্বর নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মো. মনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ও বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও মুক্তিযোদ্ধারা।