শিরোনাম

হাফিজুর রহমান
বরগুনা, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। গতকাল সন্ধ্যা (১১ ডিসেম্বর) ৬টায় তফসিল ঘোষণার পরই বরগুনা জেলার সর্বত্র ছড়িয়ে পড়ে আনন্দ উৎসবমুখর আবহ। তফসিল ঘোষণায় সকল জল্পনা কল্পনা শেষে কেটে গেল নির্বাচনী অনিশ্চয়তা।
জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেন। বিভিন্ন স্থানে মিছিলের পর মিছিলে বিভিন্ন স্লোগানে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরে বরগুনায় জেলা বিএনপি, পৌর বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শহরে বিশাল মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বিএনপি নেতা এজেড এম সালেহ ফারুক।
বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বাসসকে বলেন, বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরে মানুষের মধ্যে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, গত ১৬ বছরে বরগুনায় তেমন কোন উন্নয়ন হয়নি, উন্নয়নের নামে কোটিকোটি টাকা লুটপাট হয়েছে। সবাইকে ধানের শীষ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
এসময় শহরের সদর রোড, পৌর মোড়, বাজার রোড, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মানুষের ভিড় দেখা যায়। কেউ কেউ আনন্দে মিষ্টি বিতরণ করেন।
একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তফসিল ঘোষণাকে তারা সাধুবাদ জানিয়েছে। নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। তারা আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান নির্বাচন কমিশনের প্রতি।
বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, আমরা চাই দেশে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক। নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশ আরও স্বচ্ছ হোক এই প্রত্যাশা করছি।
বরগুনা জেলা জামায়াতের আমির ও বরগুনা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মহিবুল্লাহ হারুন বাসসকে বলেন, নির্বাচনী তফসিল ঘোষণায় আমরা আনন্দিত, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন দেখতে চাই।
বরগুনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করায় সকলের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে আনন্দ লক্ষ্য করা গেছে।
বরগুনা জেলায় তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা পথসভা, গণসংযোগসহ ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।