বাসস
  ১২ ডিসেম্বর ২০২৫, ১৩:২৪

ভোটের মাঠে সরগরম লালমনিরহাট, তফসিলেই জেগেছে নতুন আশা

ছবি: বাসস

বিপুল ইসলাম

লালমনিরহাট, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লালমনিরহাট জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করলে জেলারজুড়ে নির্বাচনী আলোচনা নতুন গতি পায়।

তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর ২০২৫, বাছাই ৪ জানুয়ারি ২০২৬, প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, আর প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চালানো যাবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

তফসিল ঘোষণার পর জেলা শহর, বাজার, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বিপণিবিতান, রেস্টুরেন্ট ও চায়ের দোকান—সব জায়গায় জাতীয় নির্বাচনই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রার্থীতা, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সাধারণ মানুষ নানা বিশ্লেষণে ব্যস্ত।

স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সচেতন নাগরিকসমাজ তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সবাই আশা করছে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের।

আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীর ধান ব্যবসায়ী মোকলেস উদ্দিন বলেন, তফসিল আরও আগে ঘোষণা হলে গুজব ও বিভ্রান্তি কম থাকত। 

কালীগঞ্জের তুষভান্ডার ইউনিয়নের স্কুলশিক্ষক আফজাল হোসেন মনে করেন, তফসিল ঘোষণায় নির্বাচনের অনিশ্চয়তা দূর হয়েছে। নির্বাচনের মাধ্যমেই সরকার শক্তিশালী হয়। জেলা সদরের মহেন্দ্রনগর এলাকার কৃষক আলী হোসেন বলেন, অনেক অপেক্ষার পর তফসিল ঘোষণা হওয়ায় স্বস্তি এসেছে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারাই এখন একমাত্র চাওয়া।

জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী তফসিল ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে। জেলা বিএনপির সহ-সভাপতি ইয়াসিন আলী মোল্লা বলেন, এটি গণতন্ত্রের অগ্রযাত্রায় শুভ লক্ষণ। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

লালমনিরহাট-৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক (রাসেল) বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—এটাই প্রত্যাশা।

একই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন পর মানুষ অংশগ্রহণমূলক নির্বাচনের আশা ফিরে পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

লালমনিরহাট-২ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু জানান, তফসিল ঘোষণার মধ্য দিয়ে জেলার রাজনৈতিক পরিবেশ আরও সক্রিয় হয়ে উঠেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন ছাত্র-জনতা করেছে, এই তফসিল তারই প্রতিফলন।

লালমনিরহাট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাহলেই নির্বাচন উৎসবমুখর হবে।

লালমনিরহাট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকে ভোটের মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হতে শুরু করেছে। 

দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষের মনে নতুন আশা জেগে উঠেছে উল্লেখ করে দুলু আশা প্রকাশ করেন, অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত হলে নির্বাচন উৎসবমুখরভাবেই সম্পন্ন হবে।

জেলা নির্বাচন অফিস জানায়, লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৭৪ হাজার ৬৭ জন, নারী ৫ লাখ ৭০ হাজার ৪২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।