শিরোনাম

এ.এস.এম.নাসিম
নোয়াখালী, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নোয়াখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আনন্দ বিরাজ করছে। আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছরে ভোট দিতে না পারার ক্ষোভকে শক্তিতে রূপ দিতে এই তফসিল ভূমিকা রাখবে বলে মনে করেন ভোটাররা। সেজন্য ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর কথা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনে মনোনীত প্রার্থী মো. শাহজাহানের সাথে। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র জনতার রক্তের বিনিময়ে মানুষ আবার তাদের ভোটের অধিকার ফিরিয়ে পেয়েছে। এবারের নির্বাচনে সেটির প্রতিফলন ঘটবে। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে মানুষ প্রাণ ভরে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, আজকের যে তফসিল এটি আমাদের দীর্ঘদিনের চাওয়া। গত ১৭ বছর মানুষ নিজেদের পছন্দমতো ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্রে যেতেই দেয়া হয়নি আমাদের নেতাকর্মীদের। আজ আমরা স্বাধীনভাবে ভোট দিতে যেতে পারবো। সবাই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবো, এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে। আশা করব, বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার আমির ইসহাক খন্দকার বলেন, ভোটের জন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুত। আমরা নোয়াখালীর ছয় আসনেই আমাদের প্রার্থী দিয়েছি। সারাদেশে নির্বাচনের যে জোয়ার এসেছে সে জোয়ারে মানুষ এবার পরিবর্তন চায়। মানুষের এই চাওয়াকে সম্মান রেখেই আমরা এগিয়ে চলছি।
তিনি বলেন, আমরা আশা করছি বর্তমান নির্বাচন কমিশন ছাত্র জনতার যে রক্তের বিনিময়ে গঠিত হয়েছিল সেই রক্তের প্রতি সম্মান রেখে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে।
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য আহ্বায়ক ও নোয়াখালী-৬ আসনের দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেন, বর্তমান সরকারকে সাধুবাদ জানাই। অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী আকাশের সকল কালো মেঘ সরে গেছে। আগামীর দিন শুধুই সম্ভাবনার। নবীন প্রবীণের প্রতিদ্বন্দ্বিতায় এবারের নির্বাচন হবে উৎসবমুখর।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও নোয়াখালী-৪ আসনের দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুজ জাহের বলেন, কিছু আশঙ্কা থাকলেও তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে বলে মনে করি। জাতীয় সংসদ নির্বাচনের এই তফসিলকে সাধুবাদ জানাই।
প্রসঙ্গত, নোয়াখালীর ছয়টি নির্বাচনী আসনে ইতোমধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীদের মনোনীত করেছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক, কর্মী সভারসহ নানা ধরনের প্রচারণা করছেন। তফসিল ঘোষণার পর পুরো জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।