বাসস
  ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২৩

রাঙ্গামাটির রাজবন বিহারে সর্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার রাজবন বিহারে সর্বজনীন মহাসংঘদান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে সর্বজনীন মহাসংঘদান উদযাপন কমিটি ও নানিয়ারচর এলাকাবাসী এ আয়োজন করেন।  

অনুষ্ঠানে সম্মানিত পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ বিহারের ভিক্ষুগণের উপস্থিতিতে এ সময় উদযাপন কমিটির সভাপতি প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমাসহ কয়েক হাজার পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্বের সকল প্রাণীর হিতসুখ, মঙ্গল এবং এলাকার সার্বিক কল্যাণে সকল প্রকার মারের অন্তরায়, উপদ্রব থেকে পরিত্রাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।