বাসস
  ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০২

মোংলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাট, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মোংলা উপজেলার দিগরাজ বাজার এলাকার কলেজ রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাপস কুমার বিশ্বাস (৪৫) মোংলা ইপিজেডে গাড়িচালক হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খুলনার রূপসা থেকে সুপার ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস মোংলার উদ্যেশ্যে ছেড়ে আসে। বাসটি দিগরাজ বাজারের কলেজ রোডের মুখে পথচারী তাপস কুমারকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সামনে থাকা ডিমবোঝাই একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দিগরাজ বাজার থেকে পৌর ট্রাক টার্মিনাল পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ভ্যানচালক আহত হন।  

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসটিকে আটক করে তবে চালক দ্রুত পালিয়ে যায়। তাকে আটক করা সম্ভব হয়নি। নিহত  

তথ্য নিশ্চি করে মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।