শিরোনাম

খুলনা, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার খুলনা নগরীর ১৬নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতী মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলছে, সেটি চলতে থাকবে। সবকিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিএনপি কোনো দিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি এ দেশের জনগণের দল, মুক্তিযুদ্ধের দল।
তিনি বলেন, বিএনপিকে সাফল্য দেবে ইস্পাতদৃঢ় ঐক্য ও জাতীয়তাবাদী দর্শন। দেশকে পেছনে টেনে নিয়ে যাওয়ার শক্তির বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের লড়াই করতে হবে।
এদিকে বাদ মাগরিব সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাইতুল্লাহ জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনার দোয়া মাহফিলে নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন করার মধ্যে দিয়ে এ দেশের গণ-মানুষের নেতা হয়েছেন, গ্রামের নেতা হয়েছেন। এই কারণে বিএনপিকে গণ-মানুষের দল বলা হয়। বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, সেটাই এখন আমাদের প্রত্যশা।